Khoborerchokh logo

সাবরেজিস্ট্রি অফিসের অনিয়ম-দূর্নীতির তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান 46 0

Khoborerchokh logo

সাবরেজিস্ট্রি অফিসের অনিয়ম-দূর্নীতির তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান


তানিন আফরিন,গাইবান্ধা থেকে:

গাইবান্ধা সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রোববার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে আইন-বিচার-সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ,ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামে সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, রাস্ট্র সংস্কার আন্দোলনের জেলা আহবায়ক মৃনাল কান্তি বর্মন, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সাধারণ সমপাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ। নেতৃবৃন্দ দূর্নীতি-অনিয়মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবী জানান। স্মারকলিপি প্রদান পূর্ব নেতৃবৃন্দ বলেন, গাইবান্ধা রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য গাইবান্ধাবাসীর প্রতি আহবান জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com